Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

অস্ট্রেলিয়ার আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের পাশে এইউপিপিখােলা বাজার২৪। রোববার, ০৪ মার্চ, ২০১৮: ক্যারিয়ার্সহাবের আয়োজনে সম্প্রতি রাজধানীর বনানীর প্রাসাদ ট্রেড সেন্টারে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল হাইয়ার স্টাডিজে অনুষ্ঠিত হয়ে গেলো “এব্রোড ইউনিফাইড পাথওয়ে প্রোগ্রাম (এইউপিপি)”-এর উদ্বোধনী অনুষ্ঠান। উক্ত এইউপিপি কর্মসূচিটি বাংলাদেশের মানসম্মত অস্ট্রেলিয়ার আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের শিক্ষাগত কর্মসূচিতে অংশগ্রহণ করতে সহায়তা করবে। দেশের ছাত্রছাত্রীদের প্রবাসে পড়াশোনা করার প্রধান দুটি সমস্যা হচ্ছে অতিরিক্ত খরচ এবং উপযুক্ত পাঠ্যক্রম এর অভাব। এইউপিপি কর্মসূচি দেশের ছাত্রছাত্রীদের এই প্রতিকূলতাগুলো অতিক্রম করতে সহায়তা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ আতিউর রহমান, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত ডঃ এ কে আবদুল মোমেন, ক্যারিয়ার্সহাবের চেয়ারম্যান এম নাঈম হোসেন, এটিএমসি অস্ট্রেলিয়ার ডিরেক্টর অ্যাডমিশন (অফশোর) জেসন প্রাইস, এবং প্রজেক্ট অফিসার এইউপিপি পিউশ পান্ডে উপস্থিত ছিলেন।

বক্তৃতায় ক্যারিয়ার্সহাবের চেয়ারম্যান এম নাঈম হোসেন এউপিপি’র সামগ্রিক কাঠামো এবং ক্যারিয়ার্সহাবের সাথে অস্ট্রেলিয়ান টেকনিক্যাল ম্যানেজমেন্ট কলেজ (এটিএমসি), চার্লস ডারউইন ইউনিভার্সিটি, ফেডারেশন ইউনিভার্সিটি অষ্ট্রেলিয়া এবং সানশাইন কোস্ট ইউনিভার্সিটির আন্তর্জাতিক অংশীদারিত্বের বিস্তারিত আলোচনা করেন।

ডঃ আতিউর রহমান এউপিপি নিয়ে তার আশাবাদ প্রকাশ করে বলেন, দেশের শিক্ষার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। সবার এই সুবিধার সৎব্যবহার করা উচিত।

জেসন প্রাইস এবং পিউশ পান্ডে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অস্ট্রেলিয়ান শিক্ষাক্রমের বিভিন্ন উপকারিতা এবং অস্ট্রেলিয়ান জীবনের ইতিবাচক অভিজ্ঞতা থেকে ছাত্রছাত্রীরা কি কি শিক্ষা নিতে পারে তা বর্ণনা করেন।

আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের পর অতিথিদের সাথে চলে গ্রুপ ফটোসেশন। এরপর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।