Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ০৬ মার্চ, ২০১৮: উৎক্ষেপনের অপেক্ষায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। এরই মধ্যে গাজীপুরে শেষ হয়েছে গ্রাউন্ড ষ্টেশনের কাজ। প্রজেক্ট কর্মকর্তারা জানিয়েছেন, শিগগিরই বিটিআরসির কাছে এটি হস্তান্তর করা হবে। সব ঠিক থাকলে এ মাসেই চালু হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। এই স্যাটেলাইট উৎক্ষেপন করলে তথ্য প্রযুক্তিতে গতিশীলতার পাশাপাশি বছরে আয় হবে একশো দশ মিলিয়ন ডলার ।

মার্চের শেষ সপ্তাহে উৎক্ষেপণ করা হবে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ষ্টেশন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। আর এর জন্য ২ হাজার নয়শো ৬৭ কোটি টাকা ব্যয়ে গাজীপুরের জয়দেবপুরে নির্মাণ করা হয়েছে গ্রাউন্ড স্টেশন। সবকিছু ঠিক থাকলে ৫ মার্চ মাসে বিটিআরসির কাছে স্যাটেলাইটটি হস্তান্তর করা হবে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ গ্রাউন্ড ষ্টেশনের প্রজেক্ট ইনচার্জ মোঃ মাসুদুর রহামান বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রায় ৯৭ ভাগ কাজ শেষ হয়েছে। মার্চ মাসের ৫ তারিখের মধ্যে শত ভাগ কাজ শেষ হবে।

গাজীপুরের জেলা প্রশাসন ড. দেওয়ান মোঃ হুমায়ূন কবীর বলছেন, স্যাটেলাইটটি চালু হলে দেশে অপটিক্যাল ফাইবারের ব্যবহার কমে আসবে এবং ইন্টারনেট ব্যবহার অনেকটাই কমে আসবে। ফলে বাড়বে ই-সরকারি সেবার মান।

তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী মোঃ মোস্তফা জব্বার জানালেন, স্যাটেলাইট ভাড়া বাবদ যে ১’শ ২০ মিলিয়ন ডলার অন্য দেশকে দিতে হয় বাংলাদেশের তা সাশ্রয় হবে। এবং দ্বিতীয়টি হচ্ছে এই স্যাটেলাইট থেকে কৃষককে আবহাওয় এবং অন্যান্য তথ্য দেওয়ার জন্য যা যা করা দরকার সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা হচ্ছে।

বঙ্গবন্ধু স্যাটেলাইটে থাকেছে ৪০টি ট্রান্সপন্ডার। ২০টি বাংলাদেশের ব্যবহারের জন্য। আর বাকি ২০টি ভাড়া দেওয়া হবে। সূত্র : চ্যানেল টোয়েন্টিফোর