Sun. Sep 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ০৮ মার্চ, ২০১৮: জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হওয়ার প্রতিবাদে আগামী ১০ মার্চ শনিবার  ঢাকার মহানগরীর থানায় থানায় প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করছে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে বিএনপির দলীয় কার্যলয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
এসময় মির্জা ফখরুল সরকারের প্রতি অভিযোগ করে বলেন, সরকার পুলিশকে উস্কানি দিয়ে বিএনপির প্রেসক্লাবের সামনের অবস্থান কর্মসূচি পণ্ড করে দিয়েছে। দলের সিনিয়র নেতাদের রাস্তায় ফেলে অপমান করেছে। অথচ তারা নিজেরা ঠিকিই গতকাল সমাবেশ করেছে।
তিনি অারও বলেন, অামরা কর্মসূচি পালন করতে গেলে কোথাও অনুমতি পাওয়া যায় না। ১২ তারিখের সমাবেশের অনুমতি এখন পর্যন্ত দেয়নি পুলিশ। তারা বলে, গোয়েন্দা রিপোর্টের পর অামরা অশান্তি করছি। অথচ অামরা অশান্তি বা উস্কানিমূলক কোনো কিছুই করছি না। সম্পাদনায়: সজিব খান