Mon. Oct 13th, 2025
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ০৯ মার্চ, ২০১৮:  কুমিল্লার বুড়িচং উপজেলার নাজিরা বাজার ঘোষনগর এলাকায় রিয়াজুল ইসলাম নামে এক কলেজ ছাত্রের রুমে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সে কুমিল্লা সিটি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র। বিস্ফোরণে রিয়াজুলের দুই হাত ও মুখের কিছু অংশ পুড়ে গেছে। ঘটনায় জড়িত সন্দেহে রিয়াজুল ও সোহাগ’কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টায় ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নাজিরা বাজার ঘোষনগর এলাকায় নানার বাড়ীর ৪ তলা বিল্ডিংয়ের নিচ তলার একটি রুমে থাকতো রিয়াজুল ইসলাম ও তার খালাত ভাই সোহাগ।

বুধবার মধ্য রাতে রিয়াজুলের রুমে বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে রুমের থাই গ্লাসের জানালা ও স্টিলের দরজা ভেঙ্গে যায়।

বিস্ফোরণের পর রিয়াজুলের রুমে থাকা কাপড়ে আগুন লেগে যায়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিভিয়ে রুমে থাকা আহত রিয়াজুল ও সোহাগ’কে উদ্ধার করে।