Mon. Oct 13th, 2025
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ০৯ মার্চ, ২০১৮:  জার্মানির প্রধানমন্ত্রী অ্যাঙ্গেলা মেরকেল এর প্রশাসন আফগানিস্তানে তাদের সেনা উপস্থিতি বাড়ানোর একটি প্রস্তাব অনুমোদন করেছে। তারা নতুন বিলের আওতায় আফগানিস্তান, মালি ও ইরাকে আরো বেশি সেনা মোতায়েন করবে বলে জানিয়েছে সরকারে একজন মুখপাত্র।

উচ্চকক্ষে পাশকৃত প্রস্তাবটি নিম্ন কক্ষে পাশ হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সরকারি কর্মকর্তারা। প্রস্তাবিত নতুন কর্মসূচির অনুসারে শুধু আফগানিস্তানে তৃতীয়বারের মত আরো ১৩০০সেনা মোতায়েন করা হবে।

নতুন প্রস্তাবনানুসারে জার্মানি জাতিসংঘের শান্তি-মিশনেও অন্তত ১০০ সৈন্য বৃদ্ধি করবে। সেখানে তাদের ইতোমধ্যেই ১০০০ সেনা মোতায়েন রয়েছে। মালির অশান্ত পরিস্থিতি মোকাবেলায় তারা ঐ সংখ্যক সেনা মোতায়েন করেছে বলে জানিয়েছে উচ্চ কক্ষের একজন মুখপাত্র।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ভনদের লিয়েন সাংবাদিকদের জানান, আফগান প্রেসিডেন্ট আশরাফঘানির অনুরোধে দেশটিতে শান্তি-প্রক্রিয়ার অংশ হিসেবে সেনাদের মোতায়েন করা হবে। তারা সেখানে দেশটির পুনর্গনেও সাহায্য করবে বলে মন্তব্য করেছেন মন্ত্রী।

তিনি আরও বলেন, আমাদের সৈন্যরা সেখানে যুদ্ধরত পশ্চিমা রাষ্ট্রগুলোর সামরিক জোট ‘ন্যাটোকে’ মধ্যপ্রাচ্য ভিত্তিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করবে।  ইয়ন নিউজ