Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ০৯ মার্চ, ২০১৮: নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর বলেছেন, অাওয়ামী লীগকে ক্ষমতা রাখার দায়িত্ব নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। তাদের একমাত্র কাজ সরকারের গদি রক্ষা করা। তারা অার কারো কথা শুনবে না, শুনতেও চায় না। তারা চায় না নির্বাচনে সব দলকে সমান সুযোগ দিতে।
শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিশদলীয় জোটের অংশ জাতীয় পার্টি কর্তৃক অায়োজিত ‘খালেদা জিয়ার মুক্তি ও অবাধ নিরপেক্ষ নির্বাচনের’ দাাবতে অালোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
বৃহস্পতিবারের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, অামার কথার শুরুতে মনের ব্যথা মনের ক্ষোভ বলতে চাই গতকাল অামাদের অবস্থান কর্মসূচিতে পুলিশ হামলা করে আমাদের ছাত্রনেতাকে অামার বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। সে অামাকে জড়িয়ে ধরেছিল অামি তাকে রক্ষা করতে পারিনি। সরকারের পেটুয়া বাহিনী দিয়ে হাইকোটের নির্দেশ থাকার পরও প্রেসক্লাবের সামনে থেকে অাটক করেছে সরকারি বাহিনী।। শুধুমাত্র সরকারের অন্যায়ের প্রতিবাদ করছে বলে তারা গণতান্ত্রীক পন্থায় রাজনীতি করে বলে।
মির্জা ফখরুল বলেন, অাওয়ামী লীগ নতুন রূপে বাকশাল কায়েম করেছে ।  সরকার বলে, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় না। অামাদের প্রতিটি কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। কিন্তু তারা সেখানে হামলা করে পণ্ড করে দিচ্ছে। কোনো কোনো জেলায় তো দাঁড়াতেই দিচ্ছে না । এটা জাতির সাথে প্রতারণা।  জনগণ একদিন এই প্রতারণার জবাব দেবে। অাওয়ামী লীগ ক্ষমতা এসেছে গণতন্ত্র ধ্বংস করার জন্য।  এই সরকারের হাতে দেশ ও গণতন্ত্র কখনোই নিরাপদ নয়।
এসময় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি অাই এম ফজলে রাব্বি চৌধুরীর সভাপতিত্বে বিশদলীয় নেতারা বক্তব্য রাখেন। সম্পাদনায়: সজিব খান