Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ১২ মার্চ, ২০১৮ : রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনে অবস্থিত একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ সোমবার ভোরে স্থানীয়ভাবে ইলিয়াস আলী মোল্লা বস্তি হিসেবে পরিচিত ওই বস্তিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজুর রহমান জানান, আগুনের খবর পেয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে। পরে সকাল ৭টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের সহয়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুনে কয়েকশ ঘর পুড়ে গেছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে কি না সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এছাড়া আগুনে ক্ষয়ক্ষতির মোট পরিমাণও এখনো হিসাব করা হয়নি বলে জানান মাহফুজুর রহমান।