Mon. Oct 13th, 2025
Advertisements

খালেকুজ্জামান – খােলা বাজার২৪। সোমবার, ১২ মার্চ, ২০১৮ : দ্রব্যমূল্য বৃদ্ধি সামগ্রিকভাবে সর্বক্ষেত্রে প্রযোজ্য। এখন এই অরাজক পরিস্থিতিতে চালসহ অন্যান্য দ্রব্যের যে ব্যবসায়ীরা আছে, তারা এই সুযোগটা কাজে লাগিয়ে সময়-অসময় দ্রব্যমূল্য বৃদ্ধি করছে। এখন চালের মূল্য বৃদ্ধির কোন কারণ ছিল না। এখানে যদি সরকারের সঠিক তদারকি থাকত এবং সেই ব্যাপারে নিয়ন্ত্রনটা প্রতিষ্ঠা করা সম্ভব হত, তাহলে হয়ত এখন এই দূর্ভোগে মানুষকে পড়তে হত না।

যেহেতু সমস্ত ক্ষেত্রে একটা অরাজক অবস্থা চলছে, খাদ্য দ্রব্যের মূল্যই বলি বা আইন শৃঙ্খলাই বলি, সমস্ত ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব বাড়ছে। ফলে অনতি বিলম্বে জনদূর্ভোগ কমানোর জন্য এই ব্যাপারে সঠিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

পরিচিতি : সাধারন সম্পাদক, বাসদ।