Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। শনিবার, ১৭ মার্চ ২০১৮ : প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরীর লেখা 'চ্যারিয়ট অব লাইফ' বইয়ের প্রকাশনা উৎসব করেছে শ্রাবণ প্রকাশনী।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এই প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এসময় অর্থমন্ত্রী 'চ্যারিয়ট অব লাইফ' বইটিকে ‘পিস অব গুড লিটারেচার’ হিসেবে আখ্যা দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন,  তৌফিক-ই-এলাহী চৌধুরীর লেখা এই বইটি আত্মজীবনী হলেও বেশ তথ্যপূর্ণ এবং ইতিহাসভিত্তিক। 'চ্যারিয়ট অব লাইফ' বইটিতে মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রেক্ষাপট এবং পরবর্তি রাজনৈতিক নানা ঘটনা তুলে ধরেছেন বীরবিক্রম তৌফিক-ই-এলাহী চৌধুরী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, প্রকাশক রবিন আহসান।