Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১৮ মার্চ ২০১৮ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নামের বানান ভুল লেখা হয়েছে। হল প্রশাসন কর্তৃক হলের দেয়ালে সাটানো বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধুর নামের বানান ও জন্মবার্ষিকীতে এই ভুল করা হয়েছে।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে- আগামী ১৭ মার্চ ২০১৮ শনিবার স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ৯৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে হল মসজিদে আলোচনা ও মাহফিলের আয়োজন করা হয়েছে। অথচ প্রকৃত বানান হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর চলতি বছর বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মবার্ষিকী পালিত হবে ৯৯তম নয়।

এ বিষয়ে হলের আবাসিক ছাত্র ও হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী বলেন, হল প্রশাসন অন্য সব বিষয়ের মতো বঙ্গবন্ধুর বিষয়ে খামখেয়ালি প্রদর্শন করেছে। তারা সত্যিকার অর্থে বঙ্গবন্ধুকে ধারণ করতো তাহলে এসব বিষয়ে কখনও ভুল করতো না।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক নিজামুল হক ভূইয়া ভুল স্বীকার করেন। তিনি বিজ্ঞপ্তিটি সংশোধন করে পুনরায় লেখা হবে বলে জানান।