Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১৮ মার্চ ২০১৮ : যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফুটওভার ব্রিজ ধসের পূর্বেই এই ব্রিজের ফাটলের কথা জানতো ফ্লোরিডার কর্তৃপক্ষ। প্রকৌশলী এবং স্থপতিদের সঙ্গে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি বৈঠকে এমনটি জানানো হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ফ্লোরিডার কর্তৃপক্ষকে আগে জানানো হয়েছিল যে এই ব্রিজের ফাটলটি নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগ নেই। এক প্রকৌশলী জানিয়েছিলেন, ‘এটির কাঠামো অত্যন্ত মজবুত। এই জন্য এই ফাটল নিয়ে তেমন চিন্তার কিছুই নেই।’

এই আশ্বাসের ঠিক ৩ ঘণ্টা পরেই এই ব্রিজটি ধসে পরেছিল। এই ঘটনায় ১০ জন নিহত হয়েছিলেন।

একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই ওভারব্রিজের প্রধান প্রকৌশলী ডেনি পেইট একটি ভয়েস মেইলের সাহায্যে দুই দিন আগেই মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে এই ফাটল সম্পর্কে সতর্ক করেছিলেন।

ডিপার্টমেন্টের কর্মকর্তারা  জানায়, এই ব্রিজ ধসে যাওয়ার আগ পর্যন্ত কেউ এই বার্তা শোনেননি।

এছাড়াও বর্তমানে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) এই ঘটনার মূল কারণ তদন্ত করছে। এই বোর্ডের একজন তদন্তকারী রবার্ট এসেটা বলেন, ‘একটি ব্রিজে ফাটল থাকা মানে এই নয় যে এটা নিরাপদ। আমরা মূল দোষীদের খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা করছি।’ সূত্র : বিবিসি