Tue. Oct 14th, 2025
Advertisements

বঙ্গবন্ধুর জন্যই বাংলাদেশের পতাকা পেয়েছিইসতিয়াক আহমেদ – খােলা বাজার২৪। সোমবার, ১৯ মার্চ ২০১৮ :  আমরা যে একটা মানচিত্র পেয়েছি, তার জন্য একজন অবিসংবাদি নেতা হচ্ছেন বঙ্গবন্ধু। তার জন্য আমরা বাংলাদেশের পতাকা পেয়েছি, দেশ পেয়েছি, মানচিত্র পেয়েছি। তার জন্যই আমরা বলতে পারছি আমরা বাংলাদেশের মানুষ। বঙ্গবন্ধুর জীবনী সম্ভন্ধে জানা আমাদের জন্য খুব জরুরী ।

কারন, তার সততা, মানুষ হিসেবে যতো অধিকার আছে, সেগুলো কিভাবে আমরা নিতে পারি, তাকে অনুসরন করলেই আমরা করতে পারবো। আমদের উচিত বঙ্গবন্ধুর জীবন যাপনের ধরণ অনুসরন করা। সেক্ষেত্রে আমরা নিজেকে বড় মাপের অধিনে অধিষ্ট করতে পারবো।

পরিচিতি : সাব এসিস্টেন ইঞ্জিনিয়ার