Wed. Sep 17th, 2025
Advertisements

 

খােলা বাজার২৪। সোমবার, ১৯ মার্চ ২০১৮ , মেহেদী হাসান (জবি প্রতিনিধি): জাতিসংঘ কর্তৃক বাংলাদেশকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দেওয়ায় আনন্দ র্যালীবের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। গতকাল (১৯ মার্চ, ২০১৮) রবিবার বিশ্ববিদ্যালয়ের জবি অর্থনীতি ক্লাব এবং অর্থনীতি বিভাগের আয়োজনে এই আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়।

আনন্দ র‌্যালীতে অংশগ্রহণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মিজানুর রহমান। শিক্ষার্থীদের করতালি, উন্নয়নশীল বাংলাদেশ-এগিয়ে যাক, বাংলাদেশের উন্নয়ন-সফল হোক ইত্যাদি স্লোগানে মুখরিত হয় পুরো ক্যাম্পাস। র্যালীটি বিভাগীয় ভবনের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় মসজিদ, শহিদ মিনার চত্বর, বিজ্ঞান অনুষদ চত্বর, প্রশানকি ভবন, শান্তত্বর, ক্যাম্পাসের মেইন গেইট প্রদক্ষিণ করে পুনরায় অর্থনীতি বিভাগীয় ভবনরে পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.আইনুল ইসলাম। এছাড়াও র‌্যালীতে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শেখ আব্দুল কাদের কাফী,লেকচারার রাজেশ কুমার দেব,রবিউল করীম, জিল্লুর রহমান সহ অন্যান্য শিক্ষকমন্ডলী, কর্মচারী এবং একঝাঁক আগামী অর্থনীতিবিদ তরুণ শিক্ষার্থীরা। শেষে বিভাগীয় পৃষ্ঠপোষকতায় মিষ্টিমুখ করেন র্যালীতে অংশগ্রহণকারীরা।

উল্লেখ্য, গত ১৬ মার্চ শুক্রবার রাতে জাতিসংঘের উন্নয়ন বিষয়ক কমিটি নিউইয়র্কে বৈঠকে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণের সব সূচক প্রথমবারের মতো অর্জন করেছে বলে নিশ্চয়তা দেয়। এত স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল (ডেভেলপিং) দেশের তালিকায় নাম লেখাতে যোগ্যতা অর্জনের স্বীকৃতিপত্র পায় বাংলাদেশ। আর অচিরেই মিলবে তার আনুষ্ঠানিক স্বীকৃতি।