Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Facebook shares plunged March 19, 2018 as the social media giant was pounded by criticism at home and abroad over revelations that a firm working for Donald Trump’s presidential campaign harvested and misused data on 50 million members.Calls for investigations came on both sides of the Atlantic after Facebook responded to explosive reports of misuse of its data by suspending the account of Cambridge Analytica, a British firm hired by Trump’s 2016 campaign.Democratic Senator Amy Klobuchar and Republican John Kennedy called for Facebook chief Mark Zuckerberg to appear before Congress, along with Google and Twitter’s CEOs.
/ AFP PHOTO / MANDEL NGAN
খােলা বাজার২৪। বুধবার , ২১ মার্চ ২০১৮ : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাণিজ্য কমিশন (এফটিসি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে তদন্তে নেমেছে।

ক্যামব্রিজ অ্যানালিটিকা(সিএ) নামে একটি রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ফেসবুকের পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়ে অপব্যবহারের অভিযোগ ওঠার পর এমন উদ্যোগ নেয়া হয়েছে।

সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্যামব্রিজ অ্যানালিটাকে ভাড়া করেছিল ট্রাম্পের প্রচারশিবির। প্রতিষ্ঠানটির প্রধান অ্যালেক্সান্ডার নিক্সকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে। লন্ডনভিত্তিক সিএর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগ ওঠার প্রেক্ষাপটে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভোক্তাদের অধিকার রক্ষায় স্বাধীন সংস্থা হিসেবে কাজ করছে এফটিসি। সামাজিক নেটওয়ার্কের গোপনীয়তা সুরক্ষা সম্পর্কিত ২০১১ সালের ডিক্রি লঙ্ঘন করা হয়েছে কিনা, ফেসবুকের বিরুদ্ধে এফটিসি সেই তদন্ত করছে।

২০১১ সালের ডিক্রি অনুসারে সামাজিকমাধ্যমের গোপনীয়তা নীতিমালার বাইরে গিয়ে তথ্য নেয়ার ক্ষেত্রে অবশ্যই ব্যবহারকারীকে সতর্ক করতে হবে ও তাদের অনুমতি নিতে হবে।

ফেসবুকের ডেপুটি চিফ প্রাইভেসি অফিসার রব শেরম্যান বলেন, ব্যবহারকারীর তথ্যের সুরক্ষা দিতে আমরা জোরালোভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এফটিসির প্রশ্নের জবাব দেয়ার সুযোগকে আমরা কাজে লাগাব। সূত্র: যুগান্তর