Tue. Sep 16th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বুধবার , ২১ মার্চ ২০১৮ : মার্চ ২০, ২০১৮ তারিখে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নতুন ট্রেড ফাইন্যান্স সেবা ‘তাসদির’ এর  শুভ উদ্বোধন করা হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় ডেপুটি গভর্নর জনাব আহমেদ জামাল।

অন্যান্যদের মধ্যে প্রিমাডলারের গ্রুপ সিইও জনাব টিম নিকোলী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ হাবিব হাসনাত, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব আব্দুল আজিজ ও জনাব মোঃ মোস্তফা খায়েরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এখন থেকে তাসদিা প্রডাক্টের মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহকগণ অর্থাৎ রপ্তানীকারকগণ সেলস্ কন্ট্রাকের মাধ্যমে রপ্তানীর ক্ষেত্রে শিপিং ডকুমেন্টের বিপরীতে তাৎক্ষণিক পেমেন্ট পাবেন।