Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮ : অপহৃত ১০১ জন স্কুলছাত্রীকে মুক্তি দিলো নাইজেরিয়ার জঙ্গিগোষ্ঠী বোকো হারাম।

একমাস আগে একটি বোর্ডিং স্কুল থেকে ১১০ জন ছাত্রীকে অপহরণ করেছিলো বোকো হারাম সদস্যরা।

দেশটির তথ্যমন্ত্রী লাই মোহাম্মদ জানিয়েছেন, কোনো ধরনের মুক্তিপণ ছাড়াই তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এতে নাইজেরিয়ার মিত্রদের সহায়তা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে, সেই সময় অপহরণ করা হয়েছিল মোট ১১০ জন স্কুলছাত্রীকে। বাকি নয়জন ছাত্রীর অবস্থা কী তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।