Wed. Sep 17th, 2025
Advertisements

খোলাবাজার২৪ঃ শনিবার  ১৯মে, ২০১৮ঃ হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকান্ডের অংশ হিসেবে পবিত্র রমজান মাসে ঢাকা শহরের বিভিন্ন সিগন্যালে আটকে পড়া ঘরমুখো মানুষ এবং হামদর্দ প্রধান কার্যালয়ের সামনে মাসব্যাপী প্রতিদিন বিনামূল্যে ইফতার সামগ্রী ও শতাব্দীর শ্রেষ্ঠ হালাল পানীয় রুহ্ আফজা বিতরণ শুরু করেছে হামদর্দ।

এর অংশ হিসেবে গতকাল ১৮ মে প্রথম রমজানে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড়ে জ্যামে আটকে পড়া ঘরমুখো মানুষের মাঝে এবং হামদর্দ প্রধান কার্যালয়ের সামনে বিনামূল্যে ইফতার সামগ্রী ও শতাব্দীর শ্রেষ্ঠ হালাল পানীয় শরবত রুহ্ আফজা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হামদর্দের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া রাসেল, পরিচালক অর্থ ও হিসাব মোঃ আনিসুল হক এবং হামদর্দের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।