Wed. Sep 17th, 2025
Advertisements

 

খোলাবাজার২৪ঃ শনিবার  ১৯মে, ২০১৮ঃ কারিশমা তন্না। ভারতের ছোট পর্দায় জনপ্রিয় মুখ তিনি। কিছুদিন সঞ্জয় দত্তের বায়েপিক ‘সঞ্জু’ সিনেমায় মাধুরী দীক্ষিতের চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই মডেল ও অভিনেত্রী। শনিবার তার একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। আর সেখানে এক প্রশ্নের জবাবে অভিনেত্রী দাবি করেছেন, বিয়ের জন্য তিনি ছেলে খুঁজে পাচ্ছেন না।

কারিশমাকে প্রশ্ন করা হয় আপনি বিয়ে কবে করছেন? জবাবে, তিনি বলেন, ডান দিক, বাঁ দিক, যে দিকে তাকাই সকলে বিয়ে করছে। আর টুইটারে ছবি দিচ্ছে। আমি তো ছেলেই পাচ্ছি না!

কথা থামিয়ে সাংবাদিকের প্রশ্ন, লোকে কিন্তু এটা বিশ্বাস করবেন না! জবাবে অভিনেত্রী বলেন, জানি, সকলেই শুনে অবাক হয়, কারিশমা সিঙ্গল! তার জন্য আফসোস করছি না। এই মুহূর্তে নিজেকে নিয়ে খুশি। ভবিষ্যতে অবশ্যই বিয়ে করতে চাই