Wed. Sep 17th, 2025
Advertisements

 

খােলা বাজার২৪। শনিবার, ০৯ জুন ২০১৮ :  ছাত্রলীগ সন্ত্রাসী হামলার শিকার অসুস্থ ছাত্রনেতার শয্যা পাশে গাজী নুরুজ্জামান বাবুল। সন্ত্রাসী হামলার শিকার নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজেদুল কবীর রাসেল কে দেখতে তার বাসভবনে যান পিরোজপুর জেলা বিএনপি'র সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল এসময় তার সঙ্গে ঢাকা ট্যাকসে্স বারের নির্বাচিত সাধারন সম্পাদক সাবেক নাজিরপুর উপজেলা বিএনপি'র আলহাজ্ব মিজানুর রহমান দুলাল, নাজিরপুর প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি লাহেল মাহমুদ সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ গত ৭ই মে রাতে মাজেদুল কবীর রাসেল বাসায় ফেরার পথে স্থানীয় ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এর কতিপয় সন্ত্রাসী রাতের আধারে তার উপর নিষংস হামলা চালায় এতে তার ডান পা পুরে ভেঙ্গে যায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়া হয়। চিকিৎসা শেষে বাসায় ফিরলে গতকাল তাকে দেখতে ছুটে যান এই সাবেক সাংসদ। গাজী নুরুজ্জামান বাবুল রাসেলের পরিবার কে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি উপস্থিত উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীদের ধর্য্য ধরার আহবান জানিয়ে, সুদিনে রাসেলের হামলার সুষ্ঠু বিচার করার প্রতিশ্রুতি দেন।