Wed. Sep 17th, 2025
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার ১৯ জুন ২০১৮ :ওয়াকা ওয়াকা' গান গেয়ে বিখ্যাত পপ সম্রাজ্ঞী শাকিরা সাড়া ফেলেছিলেন। গত বিশ্বকাপের ওই গানটি এখনও ক্রীড়ামোদীদের ঠোটে ঠোটে। সেই শাকিরাই নাকি ফুটবল বোঝেন না! অথচ বিয়ে করেছেন স্পেনের ফুটবলারকে।

শাকিরার এই ফুটবল না বোঝার বিষয়টি অনেক পুরনো। ১৯৯৮ সালে ইনেভাইটেবল গানে শাকিরা বলেছিলেন 'আমি ফুটবল বুঝি না'।

সেই গানের পর দুই দশক পার হয়েছে। এরপর এক ফুটবলারকে বিয়ে করেছেন শাকিরা। বিশ্বখ্যাত স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে সংসার করছেন আট বছর ধরে। এখন কি ফুটবল বোঝেন শাকিরা? সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানান শাকিরা নিজেই।

সাক্ষাৎকারে শাকিরা বললেন, এখনও 'অফসাইড' বিষয়টা বুঝতে পারি না। আপনি কি বিশ্বাস করেন, জেরার্ডের সঙ্গে আট বছর কাটানোর পরও আমার এই অবস্থা!

তিনি বলেন, আমি খেলা নিয়ে সমালোচনা করার সাহস পাই না। তবে তার পরেও মাঝেমধ্যে সমালোচনা করি। কারণ আমি নাকি খেলা নিয়ে কিছু বললে জেরার্ডের কাছে খুব কিউট লাগে। সূত্র : বিবিসি।