খােলা বাজার২৪। সোমবার ২৫ জুন ২০১৮ : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘মার্কেটিং অব ফিন্যান্সিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২৫ জুন ২০১৮ সোমবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান। এ সময় ট্রেইনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ আব্দুর রহীম দুয়ারি এবং ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান ব্যাংকের বিভিন্ন সেবা ও তাদের বিপননের গুরুত্বপূর্ণ দিক আলোচনা করেন। তিনি বলেন, ব্যাংকের সেবাসমূহ গ্রাহকের কাছে সহজলভ্য ও সুবিধাজনকভাবে পৌঁছে দেয়াই একজন ব্যাংকারের প্রথম এবং প্রধান দায়িত্ব। একটি শরীয়াহ্ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ইতোমধ্যেই গ্রাহকের আস্থা অর্জন করেছে। প্রযুক্তিনির্ভর উন্নত সেবার মাধ্যমে আরও নতুন নতুন সেবার খাত সৃষ্টির বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, বর্তমান সময়ে গ্রাহকগণ ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং সেবা পেতে বিশেষ আগ্রহী। তাই গ্রাহক সন্তুষ্টির জন্য আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকও তাদের পণ্য ও সেবাগুলোকে সময়োপযোগী করে বিস্তৃত করছে। তিনি কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের নির্দেশ দেন।