Tue. Oct 14th, 2025
Advertisements


 

খােলা বাজার২৪।বৃহস্পতিবার ২৮ জুন ২০১৮ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস উত্তর কোরিয়া প্রশ্নে পূর্ব এশিয়ায় ওয়াশিংটনের দুই মিত্র দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানকে পুনরায় আশ্বস্ত করতে বৃহস্পতিবার সিউল ও টোকিও সফরে যাচ্ছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে দক্ষিণ কোরিয়ায় সামরিক মহড়া স্থগিত করায় এ অঞ্চলে তার দেয়া প্রতিশ্রুতি বিষয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ার পর তিনি এ সফরে যাচ্ছেন। খবর এএফপি’র।
মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে একজন ‘প্রতিভাশালী লোক’ হিসেবে অভিহিত করেন। তিনি পরমাণু কর্মসূচি পরিত্যাগে উত্তর কোরিয়াকে রাজি করানোর চেষ্টা করছেন।
এদিকে দু’দিনের চীন সফর শেষ করে ম্যাটিস বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন।
সিউলে কোরীয় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তিনি জাপানের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য বৃহস্পতিবার রাতে টোকিও যাবেন।
উল্লেখ্য, উভয় দেশকে নিরাপত্তা নিশ্চিয়তা দেয়ার ক্ষেত্রে তাদের যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি রয়েছে।