Wed. Sep 17th, 2025
Advertisements

 

খোলাবাজার২৪.সোমবার,০২ জুলাই, ২০১৮ঃ  রাশিয়া বিশ্বকাপে অঘটনের শেষ নেই। গ্রুপ পর্বেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানির বিদায়ের পর নকআউট পর্বে ফ্রান্সের কাছে হেরে আসর ছেড়েছে আর্জেন্টিনা। একইদিনের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ে হারিয়েছে পর্তুগালকে-

এছাড়া গতকাল রাতে রাশিয়া বিদায় করেছে স্পেনকে। সব মিলিয়ে বেশ সতর্ক হয়েই আজ সোমবার মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

মেক্সিকোর সঙ্গে কি জিততে পারবে ব্রাজিল? এই উত্তরই আপাতত খুঁজছে পুরো ফুটবল বিশ্ব। ভক্তদের উৎকণ্ঠার শেষ নেই। থিয়াগো সিলভা ও মিরান্দার জুটি কীভাবে মেক্সিকান আক্রমণকে প্রতিহত করে তার উপরে ম্যাচের অনেক কিছুই নির্ভর করছে। মার্সেলোর চোট নিয়েও চিন্তায় রয়েছেন তিতে।

তবে শেষ পর্যন্ত সব থেকে আলোচনার বিষয় অবশ্যই ব্রাজিলের আক্রমণ ভাগ। যার নেতৃত্বে অবশ্যই নেইমার। বর্তমান বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি খেলোয়াড়।

টুর্নামেন্টের শুরুতে খানিক অগোছালো দেখালেও গ্রুপের শেষ ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ২-০ জেতার সময়ে ব্রাজিলকে যথেষ্ট শক্তিশালী দেখিয়েছে। কেবল নেইমার তো নন, ফিলিপ কুতিনহোর ফর্মও নিশ্চয়ই তিতের মনোবল বাড়াচ্ছে।

উল্লেখ্য, মেক্সিকো কিন্তু গত বিশ্বকাপে ব্রাজিলকে আটকে দিয়েছিল। গোলশূন্য ড্র হয়েছিল ম্যাচ।