Tue. Sep 16th, 2025
Advertisements

 

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ

খোলাবাজার২৪.রবিবার,০৮ জুলাই, ২০১৮ঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে প্রতিবাদ সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর।

রবিবার সকাল ১০ টায় মগবাজার থেকে শুরু করে হাতিরঝিল গিয়ে মিছিল শেষ করে।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই। মুক্তি মুক্তি মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই- বলে স্লোগান দিতে থাকেন। এরপরে সংক্ষিপ্ত সমাবেশে যুবদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে অন্যায়ভাবে কারাবন্দি করে রেখেছে। বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকারের নীল নকশা সফল হবে না। যুবদলের নেতাকর্মীরা গণআন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবে।

বিক্ষোভ মিছিলে যুবদল উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন বিএনপি চেয়ারপারসন ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর মুক্তি দাবি করেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, যুবদেরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলমি নয়ন, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সিনিয়র সহ সভাপতি মোস্তাফা কামাল রিয়াদসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দ।