Wed. Sep 17th, 2025
Advertisements

 

মৌলভীবাজারে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৪০

খোলাবাজার২৪ শনিবার ১৪ জুলাই, ২০১৮ঃ

মৌলভীবাজারে জমি নিয়ে বিরোধে  দুইজন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। শনিবার সকালে মৌলভীবাজার সদর উপজেলার প্রম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পম্মদপুর গ্রামের লেবাস মিয়া ও এলাইছ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে হাওর এলাকায় প্রায় ৪০ বিঘা সরকারি বিলের জমি দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের দুইজন ঘটনাস্থলে নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

নিহতরা হলেন পম্মদপুরের লেবাস মিয়া গ্রুপের মোবারক আলীর ছেলে শফিকুর রহমান (২২) ও এলাইছ মিয়া গ্রুপের ওয়ারিশ মিয়ার ছেলে আব্দুল মালিক (৫৫)। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

 

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম ও খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অরবিন্দু পোদ্দার বাচ্চু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।