Fri. Oct 17th, 2025
Advertisements


খোলাবাজার২৪ বৃহস্পতিবার ১৯ জুলাই, ২০১৮ঃ ইসরাইলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দেশটির পার্লামেন্টে বৃহস্পতিবার একটি আইন পাস হয়েছে। আইনটি আরব নাগরিকদের জন্যে বড়ো ধরণের বৈষম্য সৃষ্টি এবং এটি সহিংসতাকে উস্কে দিতে পারে বলেও আশংকা করা হচ্ছে। খবর এএফপি’র।

এই আইনে হিব্রুকে ইসরাইলের জাতীয় ভাষার স্বীকৃতি এবং আরবি ভাষাকে কেবলমাত্র বিশেষ মর্যদায় রাখা হয়েছে। এই আইন ইসরাইলকে ইহুদিদের ঐতিহাসিক জন্মভূমি এবং তাদের স্বাধিকারের স্বীকৃতি দিচ্ছে যা অনেক বিতর্কিত।এটি ইসরাইলের মৌলি আইনে অন্তর্ভূক্ত হবে এবং কার্যত: একটি বিধান হিসেবে কাজ করবে।