Wed. Sep 17th, 2025
Advertisements

বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক কথাবার্তায় সমস্যা নেই : কাদের

খোলাবাজার২৪ শনিবার ২৮ জুলাই, ২০১৮ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে বলেছেন, ‘আনুষ্ঠানিক কোনো সংলাপের আর সম্ভাবনা নেই।’ তবে অনানুষ্ঠানিকভাবে বিএনপির সঙ্গে আলোচনায় কোনো অসুবিধা দেখছেন না তিনি। সেতুমন্ত্রী বলেন, ‘টেলিফোনে কথা বলতে অসুবিধা কী?’

শুক্রবার রাজধানীর আগারগাঁয়ে মেট্রোরেলের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মেট্রোরেলের কাজ যথাসময়ে শেষ হওয়ার আশা প্রকাশ করার পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন কাদের।

সংলাপ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এই তিনমাসের মধ্যে শিডিউল ডিক্লেয়ার হবে। এরমধ্যে আনুষ্ঠানিক কোনো সংলাপের প্রয়োজন আমরা মনে করি না। কিন্তু সবই কি আনুষ্ঠানিকতার মধ্যে সীমিত থাকবে? আমরা কি কথাবার্তা বলব না? টেলিফোনে কথা বলতে অসুবিধা কী? আমি বলেছি বিএনপির সেক্রেটারি জেনারেল সাহেব কখনো আমাকে কোনো বিষয়ে ফোন করেননি। আমি বলিনি যে আমি সংলাপের জন্য তাদের আহ্বান জানাচ্ছি।’

আগামী জাতীয় নির্বাচনে জোটভিত্তিক রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে রাজনীতির মেরুকরণে কী ঘটতে যাচ্ছে তা আগামী অক্টোবরের মধ্যেই পরিস্কার হয়ে যাবে বলে জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘অনেকেই তো জোটে আসতে চাইছেন। অনেকে আবার নিজেরাই আলাদা জোটে থাকতে চাইছেন। বিএনপির সঙ্গে থাকবেন না, আওয়ামী লীগের সঙ্গেও থাকবেন না এমন জোটও হতে পারে। শেষ পর্যন্ত বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায় অক্টোবরেই পরিস্কার হয়ে যাবে।’