Wed. Sep 17th, 2025
Advertisements


খোলাবাজার২৪ রবিবার ২৯ জুলাই, ২০১৮ :  কম্বোডিয়ায় রোববার বিতর্কিত নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। তেমন কোন শক্তিশালী বিরোধীদল না থাকায় মনে করা হচ্ছে এ নির্বাচনের মাধ্যমে হুন সেনের ৩৩ বছরের ক্ষমতারই সম্প্রসারণ ঘটবে। খবর এএফপি’র।

দেশটির জাতীয় নির্বাচন কমিশনের মুখপাত্র দিম সুভানারুম বলেন, ‘সকল ভোট কেন্দ্র সকাল ৭টা থেকে খোলা রাখা হয়েছে। আট ঘন্টা ধরে ভোটগ্রহণ চলবে।’