Wed. Sep 17th, 2025
Advertisements


খোলাবাজার২৪ সোমবার ৩০ জুলাই, ২০১৮ : সিরিয়ায় ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে রাশিয়া অভিযান শুরু করার পর প্রায় ১২ লাখ শরণার্থী তাদের ঘরবাড়িতে ফিরে গেছে। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে রাশিয়া সিরিয়ায় অভিযান শুরু করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট ক্রাসনায়া জভেজদা (রেড স্টার) সংবাদপত্র জানায়, অভ্যন্তরীণভাবে গৃহহীন হয়ে পড়া ১১ লাখ ৮৬ হাজার সিরীয় নাগরিক এ সময়ের মধ্যে বিভিন্ন শরণার্থী শিবির থেকে তাদের ঘরবাড়িতে ফিরে গেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ২০ জুলাই জানায়, সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ায় ২০১১ সাল থেকে ৬৯ লাখের বেশী লোক দেশটি ছেড়ে চলে যায়। এদের অধিকাংশ বিশ্বের ৪৫ টি দেশে বসবাস করছে।