Wed. Sep 17th, 2025
Advertisements

খোলাবাজার২৪.মঙ্গলবার,৩১ জুলাই, ২০১৮ঃ  জনাব আব্দুল আজিজ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। পূর্বে তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এই ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং এমএসসি ডিগ্রী অর্জন করেন।

জনাব আব্দুল আজিজ ১৯৯৯ সালে সিনিয়র এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এ যোগদান করেন। তিনি ন্যাশনাল ব্যাংক লিঃ এ ১৯৮৩ সালে তার ব্যাংকিং জীবন শুরু করেন। তার রয়েছে দীর্ঘ ৩৫ বছরের বর্ণাঢ্য ব্যাংকিং অভিজ্ঞতা। জনাব আব্দুল আজিজ তার কর্মজীবনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর প্রধান কার্যালয়ে মানব সম্পদ বিভাগ ও দিলকুশা শাখা, ধানমন্ডি শাখাসহ বিভিন্ন শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন।