Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 


খোলাবাজার২৪.মঙ্গলবার,৩১ জুলাই, ২০১৮ঃ  আমি এখনো নিয়মিত গাইছি। স্টেজে তুলনামূলক বেশি সরব আমি। এর বাইরে বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠানেও অংশ নিচ্ছি। সরাসরি গান শোনাতে আমার বেশ ভালো লাগে।

এই বেশ আছি…

সব মিলিয়ে বেশ ভালো আছি। পরিবার ও গান নিয়ে সুন্দর সময় কেটে যাচ্ছে। সবসময়ের মতো এখনো আমার ব্যস্ততা গান নিয়ে। ভালো প্রোগ্রাম হলে স্টেজে গাইছি। টিভি চ্যানেলগুলোতেও অনুষ্ঠান করছি।

নতুন গান…

নতুন গান করছি। তবে সংখ্যায় বেশ কম। সবের্শষ মিল্টন খন্দকারের সুরে একটি বৃষ্টির গান গেয়েছি। গানটি দারুণ হয়েছে। সেই গানটি অচিরেই প্রকাশ হবে। আরও দু-একটি নতুন গান করেছি এর মধ্যে। সেগুলো সামনে পাবেন শ্রোতারা।

অ্যালবাম…

আসলে অনেক দিন ধরেই অ্যালবাম প্রকাশ করব বলে ভেবে রেখেছি। কিন্তু সেটা আর শেষ করতে পারিনি। অ্যালবামের জন্য আমার ছোট ভাই শওকত আলী ইমন ও সুমন কয়েকটি গান তৈরি করেছে। সেগুলোতে কণ্ঠও দিয়েছি। কিন্তু এরই মধ্যে অ্যালবাম প্রকাশের রীতি উঠে যাচ্ছে। এখন ইউটিউবে গান প্রকাশ হচ্ছে। সিডির রমরমা অবস্থা আর নেই। সিডি প্রায় বিলুপ্তই বলা যায়। তাই আর অ্যালবাম প্রকাশ করতে পারিনি। 

অনলাইনে গান প্রকাশ… 

অনলাইনে গান প্রকাশ করতে গেলে দেখা যায়, সেটা পাইরেসির ভয় আছে। যেভাবে খুশি এখন অনলাইনে গান প্রকাশ হচ্ছে। এটা একটা নিয়মের মধ্যে নিয়ে আসা উচিত। এটা সরকারিভাবে দেখভাল করা না হলে ইন্ডাস্ট্রির অবস্থা এ রকমই থাকবে। তাই আমিও সুসময়ের জন্য অপেক্ষা করছি। একই প্ল্যাটফমের্ সব শিল্পীর গান যেন নিয়মতান্ত্রিকভাবে প্রকাশ হয়। সেটাই সবার জন্য ভালো হবে। আমিও সেটা চাই। দেখা যাক কী হয়।

মানহীন গানের প্রচারণা…

আসলে সব যুগেই ভালো ও মানহীন দুই ধরনের গানই হয়ে আসছে। এখন মানহীন গানের প্রচারণা বেশি হচ্ছে। আমাদের সমস্যাটা এখানেই। হয়তো অনেক ব্যয়বহুল মিউজিক ভিডিও করে কেউ মানহীন গানের প্রচার করছে। আবার হয়তো কেউ ইউটিউবে টাকা দিয়ে বুস্ট করে গান প্রচার করছে। সেই গানগুলোই হয়তো আমাদের সামনে বেশি আসছে। ফলে ভালো গানগুলো আমাদের কান পযর্ন্ত তেমন একটা আসতে পারছে না। এক্ষেত্রে মিডিয়াগুলো বড় ভ‚মিকা রাখতে পারে। তারা ভালো গানগুলোর প্রচারণা বাড়াতে পারে।

নতুন প্রজন্ম …

আমি এ প্রজন্মের অনেকের গানই শুনেছি। কয়েকজনকে খুব মেধাবী মনে হয়েছে। তারা সঠিক পথে চললে ভালো অবস্থানে যাবে। আসলে তরুণরাই তো সংগীতটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তাই তাদের দায়িত্বও অনেক। আমি আশা করব সেটা তারা পালন করবে।