Wed. Sep 17th, 2025
Advertisements


খোলাবাজার২৪.বুধবার, ০১ আগস্ট , ২০১৮ঃ ভিসির বাসভবনে আগুন দিয়ে কোটা সংস্কারের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলনকে যারা সহিংস করেছিলো, আজ তারাই আবার গাড়ি ভেঙ্গে ছাত্র ছাত্রীদের নিরাপদ সড়কের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলনকে সহিংস করার চেষ্টা করছে। 

আজ ছাত্রদের মধ্যে ঢুকে গাড়ি ভাংছিল ছাত্রলীগ পরিচয়ধারী এক ছাত্রলীগ কর্মী। ছাত্ররা কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড়ে ১২–১৪ বছর বয়সী চালকের চালানো স্বাধীন পরিবহনের একটি বাস থামায়। সেই বাসে আগে থেকেই ইউনিফর্ম পড়া ছাত্ররা ছিল। বাস থামালে যাত্রীদের নেমে যেতে বলে তারা। কিন্তু কোথা থেকে ইউনিফর্ম ছাড়া এক যুবক গাড়ি ভাঙ্গা শুরু করে।

পরে ছাত্ররা তাকে আটকায় এবং পুলিশে দেয়।সে হবিগঞ্জের সরকারি বৃন্দাবন কলেজের ছাত্রলীগ কর্মী বলে নিজেকে দাবি করেছে। ছাত্রদের চাপাচাপিতে পুলিশ তাকে আটক করে।