Tue. Oct 14th, 2025
Advertisements

 

খোলাবাজার২৪.রবিবার ০৫ আগস্ট , ২০১৮ঃ অবশেষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় পেল বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। প্রথম দিকে পরপর ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে নামেন সাকিব আল হাসান। আগে থেকে ফর্মে থাকা তামিম ইকবালকে সঙ্গে নিয়ে দু’জনে মিলে একটি ভালো ইনিংস খেলেন। ফলে বাংলাদেশ ৫ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান।

ওয়েস্ট ইন্ডিজকে এই ম্যাচ জিততে হলে করতে হতো ১৭২ রান।

পরে বাংলাদেশের দেয়া ১৭২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই এভিন লুইস ও আন্দ্রে রাসেলকে তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে চাপ তৈরি করেছিলেন মোস্তাফিজুর রহমান। মারলন স্যামুয়েলসকে ফিরিয়ে সেই চাপ অব্যাহত রেখেছিলেন সাকিব আল হাসান। তাতে বাড়তি পারদ জোগালেন রুবেল হোসেন। এলবিডব্লিউর ফাদেঁ ফেলে ফিরিয়ে দিলেন দিনেশ রামদিনকে। এরপর নাজমুলের শিকার হয়ে ঘরে ফেরেন আন্দ্রে ফ্লেচার।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি শুরু হয়