Tue. Oct 14th, 2025
Advertisements

খোলাবাজার২৪.রবিবার ০৫ আগস্ট , ২০১৮ঃ  ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) সম্প্রতি দা কফি বিন এন্ড টি লিফের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, ইউসিবি’র সকল ভিসা ও মাস্টার ক্রেডিটকার্ড গ্রহীতাবৃন্দ দা কফি বিন এন্ড টি লিফের সকল পণ্যে ১৫% ছাড় উপভোগ করতে পারবে।

ইউসিবি’র এভিপি ও হেড অব রিটেল বিজনেস জনাব তৌফিক হাসান এবং দা কফি বিন এন্ড টি লিফের হেড অব অপারেশন্স জনাব মোস্তাফা নুর-ই-সাফা স্ব স্ব প্রতিষ্টানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস জনাব নেহাল এ হুদা, ইউসিবি’র ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ গিয়াস উদ্দিন, কফি বিন এন্ড টি লিফের সিনিয়র ম্যানেজার অপারেশন্স ও সাপ্লাই চেইন জনাব মোঃ রবিউল ইসলাম কম্পন, কফি বিন এন্ড টি লিফের মার্কেটিং ম্যানেজার জনাব মোহাম্মদ আবরার রাজ্জাক সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

ক্যাপশনঃ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং দা কফি বিন এন্ড টি লিফের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ইউসিবি’র এভিপি ও হেড অব রিটেল বিজনেস জনাব তৌফিক হাসান এবং দা কফি বিন এন্ড টি লিফের হেড অব অপারেশন্স জনাব মোস্তাফা নুর-ই-সাফা সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। চুক্তি অনুযায়ী, ইউসিবি’র সকল ভিসা ও মাস্টার ক্রেডিটকার্ড গ্রহীতাবৃন্দ দা কফি বিন এন্ড টি লিফের সকল পণ্যে ১৫% ছাড় উপভোগ করতে পারবে।