Tue. Oct 14th, 2025
Advertisements

ল্যাবরেটরি নাটকে তারিন ও আজাদ আবুল কালাম

খোলাবাজার২৪.সোমবার ০৬ আগস্ট , ২০১৮ঃআজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। তাঁকে স্মরণ করে বেশ কিছু টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

চ্যানেল আই
বেলা ৩টা ৫ মিনিটে ইমপ্রেস টেলিফিল্মের ছবি চারুলতা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘নষ্টনীড়’ অবলম্বনে চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম। অভিনয়ে ইলিয়াস কাঞ্চন, কুমকুম হাসান, সজল, শহিদুল আলম সাচ্চু প্রমুখ। কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ‘ঠাকুরবাড়ির রান্না’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাহিদ আহমেদের পরিচালনায় নাটক তোমার অন্য যুগের সখা। রাত ১০টায় রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় একক রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান ‘২২-শে শ্রাবণ’। রাত সাড়ে ১১টায় রাজু আলীমের পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘শ্রাবণের রবীন্দ্রনাথ’।

মাছরাঙা টেলিভিশন
বেলা ১টা ৩০ মিনিটে নুরুল আলম আতিকের পরিচালনায় রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে অণুনাটক জীবিত ও মৃত। সন্ধ্যা ৬টায় বিশেষ অনুষ্ঠান ‘গানের পেছনে রবীন্দ্রনাথ’। মুনিরা ইউসুফ মেমীর উপস্থাপনায় সংগীত পরিবেশন করবেন অদিতি মহসিন ও মহিউজ্জামান ময়না। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নিষ্কৃতি’ কবিতা অবলম্বনে নাটক অতঃপর মঞ্জুলিকা। শুভ্র আহমেদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন রামিজ রাজু, আইনুন পুতুল, নাজনীন চুমকি প্রমুখ। রাত ১১টায় বিশেষ সংগীতানুষ্ঠান ‘রবিঠাকুরের গান’। গাইবেন শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা