Tue. Oct 14th, 2025
Advertisements

খোলাবাজার২৪.সোমবার ০৬ আগস্ট , ২০১৮ঃ আন্তর্জাতিক উন্নয়ন গবেষনা সংস্থা- গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের স্থায়ী পরামর্শক সদস্য পদ লাভ করেছে। গত পহেলা আগস্ট জাতিসংঘ সদর দপ্তর নিউইয়র্কে বিশ্বের ৪টি প্রতিষ্ঠানকে এই সদস্য পদ প্রদান করা হয়। গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম তার মধ্যে অন্যতম ও প্রথম সদস্য। জাতিসংঘের সদস্যভুক্ত স্বাধীন রাষ্ট্রের পরে এটিই সর্বোচ্চ পদ।

এই সদস্য পদ লাভের জন্য গ্লোবাল ইকোনমিস্ট ফোরামের কেন্দ্রিয় প্রেসিডেন্ট ডক্টর এনায়েত করিম এবং বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং জেনারেল সেক্রেটারি,স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডক্টর মামুন-উর-রশিদ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। 

এই সদস্য পদ লাভের পর গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম সদস্য দেশগুলির মধ্যে জাতিসংঘের সহায়ক সংগঠন হিসেবে দায়িত্ব পালন করবে।