Sun. Oct 12th, 2025
Advertisements


খোলাবাজার২৪. রবিবার ১২ আগস্ট ,২০১৮ঃ ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় বিমান দুর্ঘটনায় একমাত্র ১২-বছর বয়সী একটি বালক বেঁচে গেলেও বাকী আট আরোহীর সকলেই প্রাণ হারিয়েছে। রোববার কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপির।
বিমানটি উড্ডয়নের পর পাপুয়া প্রদেশে একটি দূর্গম এলাকায় পৌঁছার ৪০ মিনিটের মধ্যেই শনিবার এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের সঙ্গে এটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রোববার ভোরে ওকসিবিল উপজেলার পর্বতের পাশে ঘন জঙ্গল এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। পাপুয়া প্রদেশের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেন, ‘ধ্বংসাবশেষ থেকে আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কজনকে জীবিত পাওয়া গেছে।
তিনি এএফপিকে জানান, এই মুহুর্তে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে তদন্ত চলছে। বেসরকারি কোম্পানির ওই বিমানটিতে সাত যাত্রী ও দুই ক্রু সদস্য ছিলেন।