Wed. Sep 17th, 2025
Advertisements

কারাগারে আদালত স্থানান্তরের প্রতিবাদে রিজভীর নেতৃত্বে মিছিল

খোলাবাজার২৪. শনিবার ,০৮ সেপ্টেম্বর ২০১৮ : কারান্তরীণ দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিচারাধীন মামলার আদালত কারাগারে স্থানান্তরের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে রাজধানীতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল পৌনে ৮ টার দিকে জাতীয় প্রেসক্লাবের বিপরীতে তোপখানা রোডে এ বিক্ষোভ মিছিল বের হয়।

এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-সম্পাদক আরিফুর রহমান নাদিমসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করে। মিছিলটি বিএমএ ভবনের সামনে থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়ের দিকে এগিয়ে যায়।

গত বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন।