Wed. Sep 17th, 2025
Advertisements

হাতিরঝিলে দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

খোলাবাজার২৪. শনিবার ,০৮ সেপ্টেম্বর ২০১৮ :  রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মো. ফাহিম রাফি (১৮)। সবুজবাগের দক্ষিণ বাসাবোয় নিজ বাসায় পরিবারের সঙ্গে থাকতেন ফাহিম। ফাহিম টেলিটক কোম্পানীর মালিক মো. মনিরুজ্জামানের ছেলে। ফাহিম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও আত্মীয়-স্বজন সূত্রে জানা যায়, রাত পৌনে ৯টার দিকে হাতিরঝিল এলাকায় গাড়ি থেকে নামতে কিংবা ওঠতে গিয়ে পড়ে যান ফাহিম। পরে সেখানে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে খিদমা হাসপাতালে ভর্তি করেন। এরপর তার বাবা মনিরুজ্জামান তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১০টার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।