Tue. Sep 16th, 2025
Advertisements

 

খোলাবাজার২৪. শনিবার ,০৮ সেপ্টেম্বর ২০১৮ : মোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধিঃ নরসিদীর পলাশে প্রেমিকের সাথে অভিমান করে প্রেমিকার আত্মহত্যা । নরসিংদীর পলাশে তানিয়া আক্তার (২০) নামে এক কিশোরীর প্রেমিকের সাথে অভিমান করে আত্মহত্যার করে।শুক্রবার রাতে নরসিংদীর পলাশ উপজেলার বালুচর গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

সে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিকের কাজ করে বালুচর গ্রামে হুমায়ন মিয়ার বাড়িতে ভাড়াবাসায় থাকতেন । নিহত তানিয়া আক্তার গাজিপুর জেলার কালীগঞ্জের নারগানা গ্রামের বাবুল মিয়ার মেয়ে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, তানিয়া আক্তারের সাথে তার সহকর্মী শাকিল নামে এক যুবকের প্রেমের সম্পর্ক হয়।

শুক্রবার সন্ধ্যায় বিয়ের প্রস্তাব নিয়ে ওই যুবক তানিয়ার বাড়িতে গেলে সেখানে কথাবার্তা শেষে চলে আসার পথে তানিয়ার সাথে শাকিলের মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। পরে প্রেমিকের উপর অভিমান করে তানিয়া ঘরের দরজা বন্ধ করে গলার উড়না পেঁচিয়ে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে। নিহতের পরিবার তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত বলে ঘোশনা করেন ।

এ ব্যাপারে পলাশ থানার ওসি মকবুল মোরশেদ জানান, নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।