Sun. Sep 14th, 2025
Advertisements


খোলা বাজার ২৪. সোমবার ,১০ সেপ্টেম্বর ২০১৮: ট্রেনে চড়ে উত্তরবঙ্গে নির্বাচনী গণসংযোগের পর এবার নৌ ও সড়ক পথে আগামী ১৩ সেপ্টেম্বর বরিশালে নির্বাচনী যাত্রা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

গত শনিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনে করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নির্বাচনী গণসংযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

এ গণসংযোগ শেষের পর ওবায়দুল কাদের জানান, ‘১৩ সেপ্টেম্বর নৌপথে বরিশাল বিভাগে গণসংযোগে যাবে আওয়ামী লীগ নেতারা।

জানা গেছে, বরিশালের পর সড়ক পথে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ এবং কিশোরগঞ্জে গণসংযোগের কথা রয়েছে। দলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এতে অংশ নেবে।

এসব গণসংযোগ কর্মসূচিতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি বিএনপির নেতিবাচক দিকগুলো তুলে ধরছে আওয়ামী লীগ। পাশাপাশি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের দলীয় প্রতীকে ভোট চাইছেন সাধারণ মানুষের কাছে।