Fri. Sep 12th, 2025
Advertisements

খোলা বাজার ২৪. শনিবার ,১৫ সেপ্টেম্বর ২০১৮:  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিষয়ে মেডিকেল বোর্ড রবিবার রিপোর্ট দিবেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ডা. মাহমুদুল হাসান এ তথ্য জানিয়েছেন।

কারাগারে এক ঘণ্টার অধিক সময় ছিলেন বেগম খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পাঁচ সদস্য। পরে কারাফটকে এসে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ডা. মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, বোর্ডের সদস্যরা ওনার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেছেন। রবিবার বোর্ড সদস্যরা অফিসিয়ালি রিপোর্ট দেবেন।

কী সমস্যা ছিল জানতে চাইলে তিনি বলেন, ওনার পূর্বের যে সমস্যাগুলো ছিল যেমন আর্থাইটিস, হাঁটুতে ব্যথা ও হৃদযন্ত্রে ব্যথা রয়েছে।

প্রেসক্রিপশন দিয়েছে কি-না জানতে চাইলে বলেন, রিপোর্ট পাওয়ার পরই সিদ্ধান্ত হবে।

স্বাস্থ্য অবনতির দিকে যাচ্ছে কি-না জানতে চাইলে তিনি বলেন, সেটিও বোর্ডের রিপোর্ট অনুযায়ী জানা যাবে।