খোলা বাজার ২৪. রবিবার ,১৬ সেপ্টেম্বর ২০১৮: বিএডিসি এ্যাসিষ্ট্যান্ট পার্সোনাল অফিসার এসোসিয়েশন দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৮ এর নির্বাচনে মোহাম্মদ সাইফুল ইসলাম খান পলাশ বিপুল ভোটে সভাপতি নির্বাচিত।
মোহাম্মদ সাইফুল ইসলাম পালাশ বরিশাল কোতয়ালি থানার সন্তান, তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সাইফুল ইসলাম কে পরাজিত করে আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হন। তাছাড়া পিরোজপুর জেলার নাজিরপুরের সন্তান সাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত।
এই আঠারো সদস্য বিশিষ্ট কমিটি আগামী দুই বছরের জন্য বিএডিসি এ্যাসিষ্টেন্ট পার্সোনাল অফিসার এসোসিয়েশনের জন্য নির্বাচিত করা হয়।গতকাল ১৫ ই সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিএডিসি হল রুমে নির্বাচন কমিশনার মোঃ কামরুল হাসানের তত্ত্বাবধানে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনার বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা করেন।
ভোট প্রদান শেষে দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে বর্তমান সভাপতি মোঃ আব্দুল মোতালিবের সভাপতিত্বে বিএডিসি শ্রমিক কর্মচারী লীগ বি-১৯০৩ (সিবিএ) সভাপতি মোঃ ওমর ফারুক প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম পলাশ নির্বাচিত হওয়ার পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিএডিসি শ্রমিক কর্মচারী লীগের নেতৃবৃন্দ। তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় পলাশ তার সতীর্থদের তাকে নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার মেয়াদকালে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এসোসিয়েশনের সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন। তাছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নব-নির্বাচিত কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম।