Sat. Sep 13th, 2025
Advertisements

খোলা বাজার ২৪. রবিবার ,১৬ সেপ্টেম্বর ২০১৮: (লাতিফুল সাফি ডায়মন্ড) নীলফামারী জেলাধীন কিশোরগঞ্জ উপজেলার নয়ানখাল নিবাসী মোঃ এমদাদুল হক গতকাল আনুমানিক সন্ধ্যা ৬টায় শারীরিক অসুস্থ্যতা জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় রংপুর ডক্টর্স ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন-(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম এমদাদুল হক ছিলেন- একজন সমাজ সেবক ও গুণী মানুষ।
তিনি কর্মজীবনে স্থানীয় উন্নয়নের লক্ষে পেশাগত জীবনে প্রথম শ্রেণীর ঠিকাদার ও গ্রামীন উন্নয়ন সংস্থা (ভি,ডি,ও)এর প্রতিষ্ঠা করেন এবং নির্বাহী পরিচালক হিসাবে দ্বায়িত্ব পালন করছিলেন।
মরহুম এই সমাজ সেবক "এ-হক কিন্টার গার্ডেন স্কুল" "এমদাদুল হক গণ গ্রন্থাগার" সহ  বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা হিসাবে সমাজ সচেতন ভূমিকায় অবদান রেখে চলছিলেন।
গ্রামীন অবকাঠামোতে গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তি প্রদান ও শিক্ষনীয় বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। গত ২০১৬ সালে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন কর্তৃক শান্তিতে পদক বিজয়ী হন।
মরহুম এমদাদুল হকের আদরে বড় ছেলে মোঃ রবিউল হাসান রতন।
মরহুম তার সেবামুলক কর্মকান্ডের ধারা অব্যাহত রাখার চেতনায় বড় ছেলেকে শিক্ষার পাশাপাশি সামাজিক সংগঠনে যুক্ত হতে আগ্রহী করেন। রবিউল হাসান রতন বর্তমান মানবাধিকার সংগঠন সৈয়দপুর শাখা ও কিশোরগঞ্জ রিপোর্টার্স ইউনিটি(কে.আর.ইউ)এর সাবেক সাঃসম্পাদক।
তিনি তার বাবার মৃত্যুতে গভীর ভাবে ভেঙ্গে পরেছেন। পিতার মৃত্যুতে মর্মাহত এই সন্তান তার বাবার আত্নার মাগফেরাত ও সকলের কাছে দোয়া কামনা করেন।
মরহুম এই সমাজ সেবকের মৃত্যুতে নীলফামারী রিপোর্টার্স ইউনিটি(এন,আর,ইউ)এর সভাপতি নূরে আলম সিদ্দিকী দুলাল সহ অন্যান্য উপজেলা শাখা কমিটি শোক ও সমবেদনা জানিয়েছেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান চ্যানেল সিক্স বাংলা টিভির রংপুর বিভাগীয় ব্যুরোচীফ লাতিফুল সাফি ডায়মন্ড।
মরহুম এমদাদুল হকের মৃত্যু কালে বয়স হয়ে ছিল প্রায় ৬০ বছর।
প্রয়াত কালে তিনি দুই স্ত্রী ও তিন ছেলে সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।