Mon. Sep 15th, 2025
Advertisements

খোলা বাজার ২৪. সোমবার ,১৭ সেপ্টেম্বর ২০১৮: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ইনসাফ বারাকাহ কিডনী এন্ড জেনারেল হাসপাতাল এর মধ্যে গ্রাহকদের ডিসকাউন্ট সুবিধা দিতে সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা এর উপস্থিতিতে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া এবং ইনসাফ বারাকাহ কিডনী এন্ড জেনারেল হাসপাতাল এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের ভিসা ডেবিট ও খিদমাহ (ক্রেডিট) কার্ড গ্রাহকগণ এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ হাসপাতালের সকল পরীক্ষা-নিরীক্ষা, সাধারণ ও আইসিইউ সিট ভাড়া, জরুরী বর্হিবিভাগ, এম্বুল্যান্স সার্ভিস, ডেন্টাল ও ফিজিওথেরাপী সেবা এবং সকল প্রকার ঔষুধ ক্রয়ে কর্পোরেট ডিসকাউন্ট সুবিধা পাবেন। অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম. জুবায়ের আজম হেলালী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম সহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।