Thu. Sep 18th, 2025
Advertisements

খোলা বাজার ২৪. সোমবার ,১৭ সেপ্টেম্বর ২০১৮: (মোঃরাসেল মিয়াঃ নরসিংদীপ্রতিনিধি ) শিবপুর উপজেলার ১৭ সেপ্টেম্বর সোমবার রাত ২ ঘটিকার সময় শিবপুর-দুলালপুর সড়কের তিতাস গ্যাস ফিল্ড এর তিন রাস্তার মোড়ে ১০/১২ জনের একটি সঙ্গবদ্ধ ডাকাতদল ডাকাতি করার প্রস্তুতি নিলে টহলরত অবস্থায় শিবপুর মডেল থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করে। এবং ১০/১২ জন ডাকাত দলের বাকী সদস্যরা দৌড়ে পালিয়ে যায়।  ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১টি রাম দা, ১টি চাপাতি ও একটি কাটার। আটককৃতরা হলেন সাধারচর ইউনিয়নের গৌবিন্দপুর গ্রামের মেজবাউদ্দিনের ছেলে আল-আমিন (২৮) ও চক্রধা ইউনিয়নের পূর্বেরগাও গ্রামের আবদুর রব খা’র ছেলে নাজমুল হাসান তুষার (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, ডাকাত আল-আমিন এর বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ৩টি ও গাজীপুর জেলার জয়দেবপুর থানায় ১টি ডাকাতি মামালা। ও ২টি মামলার ওয়ারেন্ট রয়েছে।  
নাজমুল হাসান তুষার (২৯) এর বিরুদ্ধে নরসিংদী সদর থানায় ১টি অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী বর্তমানে সে জামিনে রয়েছে।  এবং শিবপুর মডেল থানায় ২টি মাদক মামলার রয়েছে। 
 শিবপুর মডেল থানার এস.আই মনির হোসেন, এস.আই মিজান ও এ এস. আই হুমায়ন সঙ্গীয় ফোর্স নিয়ে ১৭ সেপ্টেম্বর সোমবার রাতে টহলরত অবস্থায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসে।  
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন টহলরত অবস্থায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে দেশীয় অস্ত্রসহ এস.আই মনির হোসেন, এস.আই মিজান ও এ এস. আই হুমায়ন তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে। তিনি আরও জানান, আজ সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।