Mon. Sep 15th, 2025
Advertisements

 

খোলা বাজার ২৪. সোমবার ,১৭ সেপ্টেম্বর ২০১৮ : বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি : বানারীপাড়ায় জাসদের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে বানারীপাড়া সরকারী ইউনিয়ন ইনষ্টিটিউশন মাঠে ওই জনসভায় জাসদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক নাজুল হক প্রধান এমপি বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিচুজ্জামান আনিচ। 

উপজেলা জাসদের সভাপতিশ্যামল চন্দ্র মিত্রের সভাপতিত্বে ব্তৃতা করেন জাসদের স্থায়ী কমিটির সদস্য সাবেক ডাকসু জিএস ডা.মুস্তাক  হোসেন,কেন্দ্রীয় সহ সভাপতিশহীদুল ইসলাম মিরন, যুগ্ম সম্পাদক করিম সিকদার, মঞ্জুর আহমেদ মঞ্জু ও আবুল কালাম আজাদ বাদল, জাতীয় কৃষক লীগের  সাধারন সম্পাদক আনোয়ার"ল ইসলাম বাবু,বরিশাল জেলা জাসদের সম্পাদক সানাউল হক সানা, বরিশাল মহানগর সভাপতি নিকুঞ্জ বালা পলাশ,পিরোজপুর জেলা সম্পাদক চন্দ্র শেখর হালদারবানারীপাড়া উপজেলা সাধারন সম্পাদক টিপু সুলতান প্রমুখ।