Fri. Sep 19th, 2025
Advertisements

খোলা বাজার ২৪.সোমবার,২৪ সেপ্টেম্বর ২০১৮: বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি: (বিডিবিএল) কর্তৃক গত ২৪ সেপ্টেম্বর, ২০১৮ তারিখে“Core Banking Solution (CBS), BACH, BEFTN, RTGS & CIB Reporting” শীর্ষক চার দিন ব্যাপী এক ট্রেনিং কর্মসূচীর আয়োজন করা হয়। ব্যাংকের কারওয়ান বাজারস্থ ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত কোর্সটি উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মনজুর আহমদ। এসময় ট্রেনিং ইনস্টিটিউট এর সংশ্লিষ্ট কর্মকর্তরা উপস্থিত ছিলেন।