Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার ২৪,বৃহস্পতিবার, ০৪ অক্টোবর ২০১৮: সাউথইষ্ট ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর আওতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি শিক্ষাবৃত্তি-২০১৮ এর তহবিলে ২০ লাখ টাকার অনুদান প্রদান করেছে। 

৪ অক্টোবর, ২০১৮ তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্সে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম এর নিকট অনুদানের ২০ লাখ টাকার চেক হস্তান্তর করেন। 

অনুষ্ঠানে, অন্যান্যদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও সাউথইষ্ট ব্যাংক লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাউথইস্ট ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে অনুদানের এই অর্থ ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যের সন্তানদের শিক্ষা কার্যক্রম নিরবচ্ছিন্ন ও বেগবান করতে সহায়তা করবে।