Fri. Sep 19th, 2025
Advertisements

খোলা বাজার ২৪,শুক্রবার , ০৫ অক্টোবর ২০১৮: সকল শিক্ষককে এক হয়ে কাজ করার আহবান জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের দেশের শিক্ষা আন্দোলন দীর্ঘ এতিহ্যবাহী এবং শিক্ষার উন্নয়নে ইতবাচক ভূমিকা রেখেছে।  বিভিন্ন ভাগে বিভক্ত না হয়ে বাংলাদেশের সকল শিক্ষকরা ঐক্যবদ্ধ হলে তারা দেশ, মানুষ, শিক্ষা ও শিক্ষকের জন্য অনেক বেশি কাজ করতে সক্ষম হবেন। 
শিক্ষামন্ত্রী আজ বিকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে  বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বিশ্ব শিক্ষক দিবস-২০১৮ জাতীয় উদযাপন কমিটি  এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিশ্ব শিক্ষক দিবস-২০১৮ জাতীয় উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল ক্যাম্পেইন ফর এডুকেশনের সহ-সভাপতি রাশেদা কে চৌধুরী এবং ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান বিয়াট্রিস কালডুন। শিক্ষক নেতা আসাদুল হক ও প্রবীন শিক্ষক মো. আজিজুল ইসলামও অনুষ্ঠানে বক্তৃতা করেন।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের অভিনন্দন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এটি একটি পবিত্র দিবস। এ দিবস শিক্ষকদের উদ্দেশ্যে নিবেদিত। শিক্ষকদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে পেরে আমরা গৌরবান্বিত ও আনন্দিত। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকের ভূমিকাই মুখ্য। এসডিজিতে শিক্ষার লক্ষ্য অর্জনে তিনি শিক্ষকদের মূল ভূমিকা পালনের আহবান জানান। যুগোপযোগী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের বিশাল জনগোষ্ঠীকে দক্ষতা দিতে হবে। বাস্তব কাজে লাগে এমন দক্ষতা দিতে হবে। এজন্য আমরা কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছি। 
শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে ৬ জন বিশিষ্ট ব্যক্তিকে  সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার শিক্ষার্থী তসলিমা আক্তারকে তার নিজের বাল্যবিবাহ বন্ধ  করা এবং দেশের ৬৪ জেলার মাটি সংগ্রহ করে বাংলাদেশের মানচিত্র নির্মাতা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শুভঙ্কর পালকে অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়।